৩০/০৩/২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধান ও নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক সময় দুপুর ৩:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউপির হামিদপুর বাজারস্থ হামিদপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে যশোর টু নড়াইল মহাসড়কের উপর হতে আসামীদ্বয় মোঃ কামাল হোসেন (৪৪) (গ্রেফতার), পিতাঃ মৃত দরবেশ শেখ, মাতাঃ মোছাঃ আনোয়ারা বেগম, সাং- পদমদী উত্তরপাড়া, ডাকঘরঃ ত্রিবেনী, থানাঃ শৈলকুপা, জেলাঃ ঝিনাইদহ ও তার ভাগিনা মোঃ ইকলাস হোসেন (২৭) (গ্রেফতার), পিতাঃ ছব্দুল হক, মাতাঃ মোছাঃ চায়না খাতুন, সাং- কালিশংকরপুর, ডাকাঘর: জোড়াদহ-৭২১০, থানাঃ হরিনাকুন্ডু, জেলাঃ ঝিনাইদহ কে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। যার মূল্য- ৬০,০০,০০০ (ষাট লক্ষ) টাকা। অত্র ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় আসামীদ্বয়ের বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস