(ক) দেশী,বিদেশী মদ, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, ডেঞ্জারাস ড্রাগ(পেথিডিন ও মরফিন ইনজেকশন), প্রিকারসর কেমিক্যালস(আমদানী, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ) বিক্রয়ের লাইসেন্স, পারমিট ও পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
(খ) আবেদন ফরম উক্ত উপ-আঞ্চলিক অফিস হতে বিনামুল্যে সংগ্রহ করা যাবে।এছাড়া অধিদপ্তরের ওয়েব সাইট www.dnc.gov.bd হতেও ফরমসমুহ ডাউনলোড করা যাবে।
(গ) পুরণকৃত ফরম অত্র অফিসে দাখিল করা যাবে। পুরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই বাছাই এর পর সরেজমিন তদমত্মক্রমে উপযুক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট ও পাস ইত্যাদি ইস্যু করা হয়।
(ঘ) আবেদন ফরমে উলেস্নখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।
(ঙ) বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবৎ বিধি/আইন অনুযায়ী বর্ণিত ফি, ট্রেজারী চালানের মাধ্যমে ১০০১ কোডে জমা দিয়ে জমার রসিদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ টাকা গ্রহন করা হয় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস