Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম 


সেবার তালিকা

(ক) দেশী,বিদেশী মদ, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, ডেঞ্জারাস ড্রাগ(পেথিডিন ও মরফিন ইনজেকশন), প্রিকারসর কেমিক্যালস(আমদানী, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ)  বিক্রয়ের লাইসেন্স, পারমিট ও পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

(খ) আবেদন ফরম উক্ত উপ-আঞ্চলিক অফিস হতে বিনামুল্যে সংগ্রহ করা যাবে।এছাড়া অধিদপ্তরের  ওয়েব সাইট www.dnc.gov.bd হতেও  ফরমসমুহ ডাউনলোড করা যাবে। 

(গ) পুরণকৃত ফরম অত্র অফিসে দাখিল করা যাবে। পুরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই বাছাই এর পর সরেজমিন তদমত্মক্রমে উপযুক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট ও পাস ইত্যাদি  ইস্যু করা  হয়।

(ঘ)  আবেদন ফরমে উলেস্নখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত  হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।

(ঙ)  বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবৎ বিধি/আইন অনুযায়ী বর্ণিত ফি, ট্রেজারী চালানের মাধ্যমে ১৬১০৪০১-১১৪২১০১  কোডে জমা দিয়ে জমার রসিদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ টাকা গ্রহন করা হয় না।