১৬/১১/২০২৪ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ও আলোর কাফেলা মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে যশোর জেলার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের আত্তাপ মন্ডলের দিঘিতে “মাদকবিরোধী সাঁতার প্রতিযোগীতা”-র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল হাসান, উপপরিচালক (স্থানীয় সরকার), যশোর ও প্রশাসক, যশোর পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারুক হোসেন, প্রভাষক, বারবাজার ডিগ্রি কলেজ। উক্ত অনুষ্ঠানে প্রায় দশ হাজার দর্শনার্থী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে তিনটি বিভাগে প্রতি বিভাগে তিন জন করে মোট নয় জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি প্রতিযোগিকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস