২০/০৫/২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর আয়োজনে যশোর সড়ক ও জনপদ বিভাগ পরিদর্শন বাংলো অডিটরিয়ামে "শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/ মেন্টর তৈরি" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব খান মাসুম বিল্লাহ; জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুল হোসেন; জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম ও মেডিকেল অফিসার (সিএস) যশোর সিভিল সার্জন অফিস ডাঃ মোঃ রেহেনেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন। "শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/ মেন্টর তৈরি" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি এবং প্রধান আলোচক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।
একইদিন বিকেল ৪:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি, যশোরে 'মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা' এর আয়োজন করা হয়। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিশু বিষয়ক কর্মকতা সাধন কুমার দাস। প্রতিযোগিতায় প্রথম শ্রেণী হতে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস