০৫/০৩/২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রামনগর ইউপির ০৩ নং ওয়ার্ডের মুড়লী খাঁ পাড়া এলাকা হতে আসামী মোঃ রফিকুল ইসলাম ওরফে বিসমিল্লাহ (৪৩) কে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত উক্ত গ্রামের মৃত মৃত আছমত আলীর ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই দিন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার টু নিউ মার্কেট রোডস্থ মনিহার এলাকায় হামদান কাউন্টারের সামনে হতে আসামীদ্বয় মোঃ মিজানুর রহমান (২৬) ও ফেরদৌস আহম্মদ (২২) কে ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয় কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং পশ্চিম সাতঘড়িয়াপাড়া এলাকার আবুল কালামের ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস