০৮/১০/২০২৪ তারিখ রাত ০৭:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মহোদয় জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর 'ক' সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চৌরাস্তা মোড়স্থ ধর সুপার মার্কেট এলাকা হতে ১১ বোতল বিদেশী মদ সহ আসামীদ্বয় মোঃ মুরাদ হোসেন (৩৩) ও মোঃ জুবায়ের হোসেন (২৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ০১ নং আসামী অভয়নগর থানাধীন ধলিরগাতী গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে এবং ০২ নং আসামী কোতয়ালী থানাধীন বালিয়াডাঙ্গা মান্দুয়া পাড়া গ্রামের মোঃ গনি হাওলাদার এর ছেলে। উক্ত ঘটনায় পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস