১৭/০৯/২০২৪ তারিখে দুপুর ১৩:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার শার্শা থানাধীন শ্যামলগাছী মাঝের পাড়া গ্রাম হতে ১ নং আসামী মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৭) কে ৭৫ (পঁচাত্তর) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামী শার্শা রেললাইন পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। ঘেরাও এর প্রাক্কালে ২ নং আসামী মোঃ নাসির উদ্দীন (২৮) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক আসামী শ্যামলগাছী গ্রামের আবু সাম এর ছেলে। উক্ত ঘটনায় উপপরিদর্শক এস, এম, শাহীন পারভেজ বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস