মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর জেলা নিয়ে গঠিত। ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার পর অত্র জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়টি গত ২০১৫ সাল হতে ০২ টি সার্কেলে বিভক্ত করা হয়েছে। সার্কেলগুলো হচ্ছে যথাক্রমে “ক” সার্কেল ও “খ” সার্কেল। এছাড়াও একটি পণ্যাগার ও বেনাপোল স্থলবন্দর অত্র কার্যালয়ের অধীনে আছে। যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দক্ষিন পশ্চিম পার্শ্বে 8 কক্ষবিশিষ্ট ১টি পুরাতন টিনশেড ঘরে যশোর “খ” সার্কেল অফিস অবস্থিত। বেনাপোল পোর্ট থাকা এলাকায় বেনাপোল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস অবস্থিত। জেলা অফিস ও “ক” সার্কেল অফিস নিয়ে পালবাড়ী টু নিউ মার্কেট গামী রাস্তার মাঝামাঝি পর্যায়ে পূরাতন কসবা দারুস সালাম মসজিদ মোড়ের দক্ষিণ পূর্ব পাশে ও কাঁঠালতলা মোড় হতে প্রায় ১০০ মিটার পশ্চিম দিকে অপেক্ষা নামীয় একটি দোতলা বাড়ীতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার অনুমোদিত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট, পাস প্রদান, মাদক শুল্ক আদায়সহ মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে লাইসেন্স প্রদান করা হয়। উপ-পরিচালক অত্র অফিসের অফিস প্রধান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS