২৯/১২/২০২৪ খ্রি. তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ “অমিত্রাক্ষর” - এ যশোর জেলার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সুধীজন ও সাংবাদিকদের নিয়ে “মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসানুর রহমান, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS