১৩/০৭/২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর টু ঝিনাইদহ মহাসড়কের বারীনগর সাতমাইল বাজার ঘোড়াপোতার মোড় এলাকা হতে আসামী আবু সাঈদ বিন মোস্তফা (২৭), পিতাঃ গোলাম মোস্তফা, মাতাঃ মোছাঃ নার্গিস, সাং- ধর্মদহ পশ্চিমপাড়া, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক এস, এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামী আবু সাঈদ বিন মোস্তফা (২৭) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই দিন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হাসিমপুর মধ্যপাড়া এলাকা মোঃ জাফরুল হোসেন (২৭), পিতাঃ মৃত মিজানুর রহমান, মাতাঃ মোছাঃ জাহানারা বেগম, সাং- হাসিমপুর মধ্যপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান সরদার মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ জাফরুল হোসেন (২৭) কে ২১ (দিনে) দিনের কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS