মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার ও মামলা দায়ের
Details
০৯/০২/২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে ও সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে সকাল ১১:৩০ ঘটিকায় যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগা রাস্তা মোড় এলাকাস্থ নড়াইল টু যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে বাবু শপিং কমপ্লেক্স এর উত্তর পার্শ্বে রাস্তার উপর গ্রীন লাইন পরিবহন বাস দাঁড় করিয়ে আসামী মোঃ শিশির হোসেন (৩৬) কে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ঝিকরগাছা থানার মল্লিকপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত শাহ আলম এর ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামীর বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য মামলা বিচারাধীন রয়েছে। একই দিন বিকেল ৫:৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সাতমাইল বারীনগর এলাকার আফিল ফিলিং স্টেশনের সামনে চাকলাদার পরিবহন বাস দাঁড় করিয়ে আসামী মোছাঃ নুরনাহার আক্তার মন্নী (৩৪) কে ০৩ (তিন) কেজি গাঁজা সহ আটক করা হয়। ধৃত আসামী কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউপির থাইংখালী জামতলী শফিউল্লাহ কাটা গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে। অত্র ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।