২২/০৪/২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধান ও নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউপির দাইতলা ব্রিজের পূর্ব পার্শ্বে যশোর টু নড়াইল মহাসড়কের উপর দন্ডায়মান যশোর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহন হতে উক্ত পরিবহনের যাত্রী আসামী মোঃ রনি শেখ (২১), পিতাঃ মোঃ দেলোয়ার শেখ, সাং- কুমড়াখালী, ইউপি- পেয়ারপুর, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুর কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। যার মূল্য- ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS