"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩/০৫/২০২৫ তারিখ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উদ্যোগে যশোর জেলার কোতয়ালী থানার হৈবতপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে 'মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা-২০২৫' এর আয়োজন করা হয়। উক্ত ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এবং রূপালী ব্যাংক যশোর শাখার এজিএম মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন, প্রভাষক, বারবাজার ডিগ্রী কলেজ, কালিগঞ্জ, ঝিনাইদহ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে 'বারিয়ালী ফুটবল একাদশ চৌগাছা' বনাম 'হযরত ফুটবল একাডেমি যশোর'। প্রতিযোগিতায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় 'হযরত ফুটবল একাডেমি যশোর'। ম্যান অফ দ্যা ম্যাচ হন 'হযরত ফুটবল একাডেমি যশোর' এর ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চয়ন। ফুটবল ম্যাচ টি প্রায় পাঁচ হাজার দর্শক উপভোগ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য আহ্বান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS